পুতিনের সঙ্গে `অকারণ বৈঠকে সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ ট্রাম্প-পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভের কোনো ভূখণ্ড ছাড় না দিয়ে যুদ্ধবিরতির দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

Oct 22, 2025 - 03:47
পুতিনের সঙ্গে `অকারণ বৈঠকে সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতেট্রাম্প-পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইউক্রেন তার ইউরোপীয় মিত্ররা কিয়েভের কোনো ভূখণ্ড ছাড় না দিয়ে যুদ্ধবিরতির দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনের ফোনালাপে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। পুতিন প্রস্তাব দিয়েছিলেনরুশ বাহিনীর দখলে থাকা খেরসন জাপোরিঝঝিয়া প্রদেশের কিছু অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে দোনেৎস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোকে দিতে। এই দোনেৎস্ক অঞ্চলকে রাশিয়া দীর্ঘদিন ধরে নিজেদের লক্ষ্য হিসেবে দেখে আসছে, যদিও ইউক্রেনের কাছে এটি দেশটির মধ্যাঞ্চলে প্রবেশের প্রধান দ্বার। প্রথমে ট্রাম্প কিছুটা আগ্রহ দেখালেও পরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘দোনেৎস্ক যেমন আছে, তেমনই থাকুক। আমি সময় নষ্ট করতে চাই না।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপের পর লাভরভ জানান, রাশিয়ার অবস্থান অপরিবর্তিত আছে। ফলে বুদাপেস্ট বৈঠকের সম্ভাবনা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

ওয়াশিংটনে ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকও ছিল উত্তেজনাপূর্ণ। কিয়েভ স্পষ্ট জানায়, তারা রাশিয়ার দখলে থাকা কোনো ভূখণ্ড স্বীকৃতি দেবে না। তবে বিদ্যমান সীমারেখায় যুদ্ধবিরতি মেনে নিতে তারা রাজি।

জেলেনস্কি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে দেরি করায় রাশিয়া গুরুতর আলোচনায় আগ্রহ হারিয়েছে। ইউক্রেন মনে করে, টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলে তারা রাশিয়ার সামরিক ঘাঁটিতে পাল্টা চাপ সৃষ্টি করতে পারবে।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি আরও কয়েকটি ইউরোপীয় দেশ ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করেছে। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, বর্তমান যোগাযোগরেখাই আলোচনার ভিত্তি হওয়া উচিত। এই অবস্থায় বুদাপেস্ট সম্মেলন স্থগিতের মধ্য দিয়ে ওয়াশিংটন-মস্কোর সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত ভেস্তে গেল।

তথ্যসূত্র: বিবিসি