টেক্সাসে হামের প্রকোপ কমছে, আক্রান্তের সংখ্যা ৭৫০ জনে স্থির

টেক্সাসে হামের সংক্রমণে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছে স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৫ জুন) প্রকাশিত স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, আক্রান্তের সংখ্যা আপাতত ৭৫০ জনেই স্থির রয়েছে এবং কেবল গেইন্স ও লামার—এই দুই কাউন্টিতে এখনো সংক্রমণ চলছে।

Jun 25, 2025 - 20:43
টেক্সাসে হামের প্রকোপ কমছে, আক্রান্তের সংখ্যা ৭৫০ জনে স্থির

টেক্সাসে হামের সংক্রমণে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছে স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৫ জুন) প্রকাশিত স্থাস্থ্য স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, আক্রান্তের সংখ্যা আপাতত ৭৫০ জনেই স্থির রয়েছে এবং কেবল গেইন্স লামারএই দুই কাউন্টিতে এখনো সংক্রমণ চলছে।

হাম ছড়িয়ে পড়ার পর এনিয়ে দ্বিতীয়বারের মতো নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। পাশাপাশি, নতুন করে কাউকে হাসপাতালে ভর্তি করারও দরকার হয়নি। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৯৭ জনই রয়েছে।

৭৫০ জন নিশ্চিত আক্রান্তের মধ্যে ১০ জনেরও কম এখনো সক্রিয়ভাবে সংক্রমণ ছড়াচ্ছেন বলে জানানো হয়েছে। যেসব কাউন্টিতে এখনো সংক্রমণ চলছে, সেগুলো হলো গেইন্স কাউন্টি এবং লামার কাউন্টি। গেইন্স কাউন্টিতেই সবচেয়ে বেশি, ৪১৩ জন আক্রান্ত হয়েছেন, যেখানে প্রথম সংক্রমণ শুরু হয়েছিল। এরপরেই রয়েছে টেরি কাউন্টি, যেখানে আক্রান্তের সংখ্যা ৬০। এছাড়া মূল সংক্রমণের সঙ্গে সম্পর্কহীন আরও ৩৪টি হাম আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ট্যারান্ট কাউন্টিতে ৪ জন, কলিন কাউন্টিতে ৩ জন এবং ডালাস কাউন্টিতে ১ জন আক্রান্ত হয়েছেন।

সংক্রামক রোগগুলো মধ্যে হাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে যারা টিকা নেয়নি তাদের মধ্যে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্ত ৭৫০ জনের মধ্যে ৭০৭ জনই টিকা নেননি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে যথাসময়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এই সংক্রমণ পুরোপুরি বন্ধ করা যায়। কারণ হাম, মামস এবং রুবেলার বিরুদ্ধে দুই ডোজের এমএমআর টিকা ৯৭% কার্যকর বলে বিবেচনা করা হয়। সাধারণত ১২ মাস বয়স থেকে এই টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়, যদিও গর্ভবতী বা যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।