ডালাসে মর্মান্তিক দুর্ঘটনা, রেস্টল্যান্ড ফিউনারাল হোমে শ্রমিকের মৃত্যু

ডালাসের ১৩০০৫ গ্রিনভিল অ্যাভিনিউতে রেস্টল্যান্ড ফিউনারাল হোমের বাইরে দাফনের ভল্ট ধসে পড়ে এক শ্রমিককে চাপা দেয়। ডালাস ফায়ার রেসকিউ সোমবার নিশ্চিত করেছে, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

Oct 22, 2025 - 15:49
ডালাসে মর্মান্তিক দুর্ঘটনা, রেস্টল্যান্ড ফিউনারাল হোমে শ্রমিকের মৃত্যু
রেস্টল্যান্ড ফিউনারাল হোমে দাফনের ভল্ট ধসে শ্রমিকের মৃত্যু। ছবি: এনবিসি ৫

ডালাসের ১৩০০৫ গ্রিনভিল অ্যাভিনিউতে রেস্টল্যান্ড ফিউনারাল হোমের বাইরে দাফনের ভল্ট ধসে পড়ে এক শ্রমিককে চাপা দেয়। ডালাস ফায়ার রেসকিউ সোমবার নিশ্চিত করেছে, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ফায়ার বিভাগের তথ্যানুসারে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান ওই শ্রমিকের কোমর থেকে নিচের অংশ ভল্টের নিচে চাপা পড়েছিল। সতর্কতার অংশ হিসেবে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দল পাঠানো হলেও, প্রথম আসা ট্রাকের ক্রুরা স্প্রেডার এয়ারব্যাগ ব্যবহার করে ভল্ট উঠিয়ে শ্রমিককে মুক্ত করেন।

শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি গুরুতর শারীরিক আঘাতের কারণে মারা যান।

মৃত শ্রমিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

তথ্যসূত্র: এনবিসি