মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, কিউবার পথে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়
ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মেলিসা, যা ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিমি) বেগে আঘাত হানে জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমে। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী, ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড়।
ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মেলিসা, যা ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিমি) বেগে আঘাত হানে জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমে। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী, ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড়।
ঝড়ে সেন্ট এলিজাবেথ অঞ্চল পানিতে তলিয়ে গেছে, ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন, এবং হাসপাতালসহ বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, ‘এটি এক নজিরবিহীন বিপর্যয়; সড়ক, হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির মুখে।’
দেশটির জাতীয় দুর্যোগ দপ্তর জানায়, প্রায় ২৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলেও অনেকে ঘরে রয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ১৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা চার মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস ও ভূমিধসের ঝুঁকির সতর্কতা দিয়েছে। স্থানীয় এক হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।
বর্তমানে মেলিসা কিছুটা দুর্বল হয়ে কিউবার সান্তিয়াগো দে কিউবা অঞ্চলের দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ২০০৫ সালের উইলমা ও ১৯৮৮ সালের গিলবার্ট–এর পর ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা তৃতীয় সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়।
তথ্যসূত্র: রয়টার্স