Tag: সংবিধান

টেক্সাসে স্কুলে ‘দশ আজ্ঞা’ প্রদর্শন আইন স্থগিত

বিচারকের অস্থায়ী রায়ে টেক্সাসের স্কুল শ্রেণিকক্ষে ‘দশ আজ্ঞা’ প্রদর্শন বাধ্যতামূলক করার আইন আটকে গেছে। ডালাসের পরিবার ও ধর্মীয় নেতাদের মতে, এটি সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে। লুইজিয়ানা ও আরকানসাসেও একই ধরনের আইন আদালত ঠেকিয়েছে। তবে মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে।