Tag: ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল

ক্যালিফোর্নিয়ায় হাতে আঁকা নম্বর প্লেট, আটক চালক

এই আধুনিক যুগেও হাতে লেখা নম্বর প্লেট। সেটিও আবার কিনা মার্কিন মুলুকে! ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা মার্সেডেতে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন। হাতে লেখা নম্বর প্লেটের জন্য আটকেছেন এক চালককে।