টেক্সাসে প্রথম বাংলা পত্রিকার যাত্রা, আসছে ডালাস বার্তা

বাংলা ভাষাভাষী ডালাসবাসীর জন্য আনন্দের বার্তা। শিগগিরই শুরু হচ্ছে ডালাস বার্তা-এর যাত্রা, যা টেক্সাসের প্রথম পূর্ণাঙ্গ বাংলা মুদ্রিত পত্রিকা।

May 16, 2025 - 11:29
টেক্সাসে প্রথম বাংলা পত্রিকার যাত্রা, আসছে ডালাস বার্তা

বাংলা ভাষাভাষী ডালাসবাসীর জন্য আনন্দের বার্তা শিগগিরই শুরু হচ্ছে ডালাস বার্তা-র যাত্রা, যা টেক্সাসের প্রথম পূর্ণাঙ্গ বাংলা মুদ্রিত পত্রিকা।

প্রবাসে থেকেও যারা বাংলা ভাষা, সংস্কৃতি মূল্যবোধকে হৃদয়ে ধারণ করেন, তাঁদের জন্যই এই উদ্যোগ।দীর্ঘদিনের স্বপ্ন ছিল ডালাসে এমন একটি বাংলা প্ল্যাটফর্ম হবে, যেখানে থাকবে আমাদের ভাষা, সংস্কৃতিএবং প্রজন্মের কথা। ডালাস বার্তা আমাদের সেই স্বপ্নের বাস্তব রূপ।

এই পত্রিকাটি শুধুমাত্র খবর পরিবেশনের মাধ্যম নয়— এটি হবে একটি কমিউনিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মেলেখক, পাঠক, ব্যবসায়ী, শিক্ষার্থী, তরুণ ও প্রবীণ সবাই নিজেদের গল্প, অভিজ্ঞতা ও চিন্তা তুলে ধরবেন

আমরা চাই এই পত্রিকার মাধ্যমে বাঙালি জীবনের সংস্কৃতি, আনন্দ, সংগ্রাম ও সাফল্যের গল্প ও সংবাদগুলো তুলে ধরতে, যাতে প্রবাসেও আমাদের শেকড়ের টান অনুভূত হয়। পাশাপাশি, ডালাসে বসবাসরত বাংলা ভাষাভাষীদের মধ্যে পারস্পরিক সংযোগ, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য।

ভাষা ও সংস্কৃতির এই যাত্রায় আপনাদের পাঠ, লেখা ও সহযোগিতাই আমাদের শক্তি। আমরা শুরু করেছি।এই যাত্রায় আপনাদেরও সঙ্গে চাই। 

- ডালাস বার্তা টিম