Tag: লেবার ডে

লেবার ডে ছুটিতে ডালাস-ফোর্ট ওয়ার্থে বৃষ্টির শঙ্কা

ডালাস-ফোর্ট ওয়ার্থে আসন্ন লেবার ডে উইকএন্ডে শীতল আবহাওয়া ফিরবে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবল শীতল বাতাসের প্রবাহ ঢুকবে। ফলে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি বাড়বে।