Tag: ডালাস আইএসডি

ট্রাম্পের সিদ্ধান্তে ২২ মিলিয়ন ডলারের ঘাটতিতে ডালাস আইএসডি

ট্রাম্প প্রশাসনের শিক্ষাব্যয় নির্ধারণ স্থগিতের সিদ্ধান্তের ফলে ডালাস স্কুলগুলো ২২ মিলিয়ন ডলারের একটি ঘাটতির মুখে পড়বে। এমনটা জেলা কর্মকর্তারা জানিয়েছেন। এই অর্থ প্রায় ১৫০ জন কর্মীর বেতন বহন করে। মঙ্গলবার দ্য ডালাস মর্নিং নিউজের সম্পাদকীয় বোর্ডের সাথে এক সভায় জানিয়েছেন ডিআইএসডি সুপারিনটেনডেন্ট স্টেফানি এলিজালডে।