Tag: জনসন কাউন্টি

টেক্সাসে ৬ জনের মৃত্যুর দায়ে ১৯ বছর বছরের চালকের ৬৫ বছর কারাদণ্ড

টেক্সাসের জনসন কাউন্টিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় সদস্যের একটি জর্জিয়া পরিবার নিহত হওয়ার প্রায় দুই বছর পর দোষী সাব্যস্ত হয়েছে ১৯ বছর বয়সী লুক গ্যারেট রেসেকার। স্থানীয় এক জুরি তাকে ৬৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।