মাত্র এক ডলারে ডালাস চিড়িয়াখানা ভ্রমণ
টেক্সাসে এখন গ্রীষ্মকাল চলছে পুরোদমে। আর এরমধ্যেই ডালাস চিড়িয়াখানা ‘ডলার ডে’ ঘোষণা করেছে। ‘ডলার ডে’ হচ্ছে একটি বিশেষ ডিসকাউন্ট ডে। যেদিন মাত্র ১ ডলারে চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। প্রতিবছরই নির্দিষ্ট কয়েক দিনের জন্য এমন ‘ডলার ডে’ ঘোষণা করে থাকে চিড়িয়াখানা।

টেক্সাসে এখন গ্রীষ্মকাল চলছে পুরোদমে। আর এরমধ্যেই ডালাস চিড়িয়াখানা ‘ডলার ডে’ ঘোষণা করেছে। ‘ডলার ডে’ হচ্ছে একটি বিশেষ ডিসকাউন্ট ডে। যেদিন মাত্র ১ ডলারে চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। প্রতিবছরই নির্দিষ্ট কয়েক দিনের জন্য এমন ‘ডলার ডে’ ঘোষণা করে থাকে চিড়িয়াখানা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, এ বছর ১৭ জুলাই এবং ৫ আগস্ট— এই দুই দিন ১ ডলারে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ মিলবে। ইতিমধ্যে টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে ওই দুই দিন কোনো টিকিট বিক্রি হবে না।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগের বছরের মতো এবারও ডিসকাউন্ট ডে-তে টিকিট বিক্রয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। তাই আগ্রহীদের যত দ্রুত সম্ভব অনলাইনে টিকিট কিনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ডলার ডে উপলক্ষে চিড়িয়াখানায় থাকছে দুটি পপ-আপ স্ন্যাক শপ, যেখানে পাওয়া যাবে ১ ডলারে পপকর্ন ও কটন ক্যান্ডি, ২ ডলারে বরফে জমা ট্রীটস ও চিপস এবং ৩ ডলারে ক্যানজাত ঠান্ডা পানীয়।
উত্তর টেক্সাসে এই সময়ে গরম তীব্র হতে পারে, তাই দর্শনার্থীদের আরামদায়ক পোশাক পরা, সানস্ক্রিন ব্যবহার ও যথেষ্ট পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। গরম থেকে স্বস্তি দিতে চিড়িয়াখানায় থাকবে কুলিং ফ্যান ও মিস্টিং স্টেশন। এই গ্রীষ্মে পরিবারের সবাইকে নিয়ে ১ ডলারে প্রাণীজগতের অনন্য এক অভিজ্ঞতা উপভোগ করতে ভুলবেন না!