Tag: উপজাতি

বিলুপ্তির মুখে অ্যামাজনের মাসকো পিরোর ‘ভাইয়েরা’

পেরুর অ্যামাজন জঙ্গলের এক প্রান্তে গাছ কাটার কাজে ব্যস্ত ছিলেন টমাস আঞ্জ ডস সান্তোস। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর পায়ের শব্দ শুনে থমকে গেলেন। ঘুরে দেখেন—তীর তাক করে রাখা এক আদিবাসী। ভয়ে দৌড় শুরু করেন তিনি।