শাটডাউনে ডেমোক্র্যাট সংস্থাগুলোয় কাটছাঁটের প্রতিশ্রুতি ট্রাম্পের
শাটডাউনকে রাজনৈতিক প্রতিশোধের দারুন একটা সুযোগ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের প্রকল্পগুলোতে কাটছাঁট করার অঙ্গীকারও করেছেন তিনি।

শাটডাউনকে রাজনৈতিক প্রতিশোধের দারুন একটা সুযোগ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের প্রকল্পগুলোতে কাটছাঁট করার অঙ্গীকারও করেছেন তিনি।
গত মঙ্গলবার বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকারে অচলাবস্থার (শাটডাউন) সৃষ্টি হয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা যখন এই সংকটে নিজেদের অবস্থানে অনড়, তখনই ডেমোক্র্যাটদের প্রকল্পগুলোয় কাটছাঁটের অঙ্গীকার ট্রাম্পের।
ট্রাম্পের এই চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোতে বিলিয়ন ডলারের তহবিল আটকে দেওয়া হয়েছে এবং ফেডারেল ওয়েবসাইট ও কর্মচারীদের ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে।
ডেমোক্র্যাটরা এখনো ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যসেবায় আনা পরিবর্তনের বিরুদ্ধে তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা ওবামাকেয়ার সাবসিডি বাড়ানো এবং মেডিকেইডসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ট্রাম্পের নির্দেশে দেওয়া কাটছাঁট বাতিলের দাবি জানিয়ে আসছে।
সিনেট শুক্রবার আবার বসবে, তবে যদি ডেমোক্র্যাটরা রিপাবলিকান পরিকল্পনা আবারও আটকে দেয়, তাহলে আইনপ্রণেতারা সপ্তাহান্তে বাড়ি ফিরে যেতে পারেন।
এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বৃহস্পতিবার বলেন, চাকরি ছাঁটাই “সম্ভবত হাজারের উপরে” হতে পারে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখছেন যে, তিনি তাঁর বাজেট পরিচালক রাসেল টি. ভাউটের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ডেমোক্র্যাটদের যে প্রকল্পগুলো রাজনৈতিক প্রতারণার সঙ্গে যুক্ত তা বাদ দেওয়ার সুপারিশ করবেন।