Tag: এনএফএল

টেইলর সুইফটের বাগ্‌দানের ঘোষণা, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

গায়িকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগ্‌দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা মজার ছলে লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।