প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারী
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস পরিচালিত অভিযান অ্যাক্সিয়ম-৪ বৃহস্পতিবার ভোরে সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এরপর অপর ৩ জন ক্রুসহ মহাকাশ স্টেশনে প্রবেশ করেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয়, যিনি কক্ষপথে অবস্থিত এই মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করলেন। পুরো ঘটনাটি লাইভ সম্প্রচার করা হয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস পরিচালিত অভিযান অ্যাক্সিয়ম-৪ বৃহস্পতিবার ভোরে সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এরপর অপর ৩ জন ক্রুসহ মহাকাশ স্টেশনে প্রবেশ করেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয়, যিনি কক্ষপথে অবস্থিত এই মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করলেন। পুরো ঘটনাটি লাইভ সম্প্রচার করা হয়েছে।
বিবিসি সূত্রে আরও জানা গেছে যে, গত বুধবার নাসার সাবেক অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন নেতৃত্ব অ্যাক্স-৪ মিশনটি উৎক্ষেপণ করা হয়। এতে পাইলটের দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা। বাকি দুই সদস্য হলেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনেভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু। তাঁরা সবাই আগামী দুই সপ্তাহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গবেষণা ও বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমে অংশ নেবেন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে শুভাংশু শুক্লা ভারতীয় বিমানবাহিনীর একজন অভিজ্ঞ সদস্য। তাঁর মহাকাশযাত্রা ভারতের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা। কারণ এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের সয়ুজ ক্যাপসুলে চরে মহাকাশে গিয়েছিলেন। এরপর দীর্ঘ ৪১ বছর কোনও ভারতীয় মহাকাশে যাননি।
অভিযানটি নাসা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা) এবং স্পেসএক্সের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। দুই সপ্তাহের এই অভিযানে চার সদস্যের ক্রু দলটি মোট ৬০টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এর মধ্যে সাতটি গবেষণার পরিকল্পনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, অ্যাক্স-৪ মিশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার জন্য একটি আসন ও প্রশিক্ষণের খরচ বাবদ প্রায় ৫ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করেছে ভারত। এই সফরের মাধ্যমে শুক্লা যে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন, তা ভারতের ভবিষ্যৎ মানব মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসরো আরও জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তারা প্রথমবারের মতো মহাকাশে মানুষসহ অভিযান সম্পন্ন করতে চায়। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে কোনো ভারতীয়কে চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনাও রয়েছে তা দের।