ইরানে কোনো লক্ষ্যই অর্জন হয়নি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের : আব্বাস আসলানি

ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তেহরানভিত্তিক থিঙ্কট্যাঙ্ক মিডলইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন তেহরানের সিনিয়র ফেলো আব্বাস আসলানি। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Jun 24, 2025 - 14:36
ইরানে কোনো লক্ষ্যই অর্জন হয়নি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের : আব্বাস আসলানি
ছবি: আল জাজিরার সৌজন্যে

ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তেহরানভিত্তিক থিঙ্কট্যাঙ্ক মিডলইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন তেহরানের সিনিয়র ফেলো আব্বাস আসলানি। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে আসলানি  বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং শাসনব্যবস্থার পতন ঘটানো। তবে এই দুটি লক্ষ্যই অর্জিত হয়নি। যদিও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র যন্ত্রপাতি বা স্থাপনার উপর নির্ভর করে না। ইরান তার পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং বিজ্ঞান ও দক্ষতাও অক্ষত রয়েছে।'

আসলানি আরও জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ন্ত্রণে আনতে। কারণ ইরান মঙ্গলবার সকালে নিজেই ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। কাতার এই আলোচনায় মধ্যস্থতা করেছে বলে জানান তিনি।

এই যুদ্ধবিরতির বিষয়ে আসলানি বলেন, তেহরান এখনও অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে, কারণ গাজা ও লেবাননের পরিস্থিতিতে ইসরায়েলের যুদ্ধবিরতির ইতিহাস ততটা বিশ্বাসযোগ্য নয়। এজন্যই ইরান এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করেনি। সময়ের সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও এই সমঝোতায় দৃঢ়ভাবে অটল থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আসলানি মন্তব্য করেন, ‘পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানোর কারণে স্বল্প সময়ের মধ্যে কোনো ফলপ্রসূ আলোচনা হওয়া কঠিন।’