উড্ডয়নের পর ইঞ্জিন থেকে ধোঁয়া, লাস ভেগাসে জরুরি অবতরণ করল বিমান
উড্ডয়নের পর ইঞ্জিন থেকে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ বের হওয়ায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান লাস ভেগাসে জরুরি অবতরণ করে। বুধবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ২০মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফক্স নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

উড্ডয়নের পর ইঞ্জিন থেকে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ বের হওয়ায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান লাস ভেগাসে জরুরি অবতরণ করে। বুধবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ২০মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফক্স নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ফক্স নিউজ সূত্রে জানা গেছে যে, ১৬৫৫ নম্বর ফ্লাইটের অধীনে এয়ারবাস এ-৩২১ ক্যাটাগরির একটি বিমান হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি লাস ভেগাসে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। যাত্রীরাও স্বাভাবিকভাবেই বিমান থেকে নামতে পেরেছেন।
যদিও বিমান সংস্থা বলছে, বিমানটির ইঞ্জিনে কোনো আগুন ধরেনি, তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া বেশ কয়েকটি ভিডিওতে বিমানটির ডান পাশের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখা গেছে।
ম্যাথিউ ভিলাসিস্তা একজন ব্যক্তি এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। বিমানটি যখন উড্ডয়ন শুরু করে তখন তিনি লাস ভেগাসের ন্যাশনাল গলফ ক্লাবে অবস্থান করছিলেন। তিনি বলেন, 'আমরা তখন অনেক জোরে জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং শব্দ শুনেই থামি।'
মার্ক জ্যাকসন নামে আরেক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, 'প্রথমে তিনি যেন "বড় ধরনের আতশবাজির মতো" শব্দ শুনতে পাচ্ছিলাম। উপরে তাকিয়ে যা ঘটতে দেখছিলাম, তা দেখে হতবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। বিমানটি যেন দ্রুত নিচে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। আমি তখন ভাবতে থাকি বিমানটির ভেতরে থাকা মানুষগুলার না জানি কতটা ভয় পেয়েছিলেন!
টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রথমে বিমানের নির্দিষ্ট মডেল সম্পর্কে কিছু না জানালেও আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, বিমানটিতে ১৫৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) ঘটনাটি স্বীকার করে নিশ্চিত করেছে যে, ১৬৫৫ নম্বর ফ্লাইটের অধীনে দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল এয়ারবাস এ-৩২১ ক্যাটাগরির।