ঘূর্ণিঝড়ে বিপদে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

হারিকেন এরিন ৪ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিপজ্জনক ঢেউ ও স্রোত আনতে পারে। ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব বাহামা ও টার্কস-কাইকোস দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে। আংশিক ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Aug 18, 2025 - 07:18
ঘূর্ণিঝড়ে বিপদে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল
ছবি: রয়টার্স

হারিকেন এরিন ক্যাটাগরি ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র ঢেউ বিপজ্জনক স্রোতের আশঙ্কা তৈরি করেছে।

ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব বাহামা টার্কস-কাইকোস দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে। সেখানে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি রয়েছে।

এরিন সরাসরি দ্বীপগুলোতে আছড়ে পড়বে না, তবে টার্কস কাইকোস এবং পূর্ব বাহামায় প্রায় ইঞ্চি (১৫. সেমি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।

২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় এরিন শনিবার হঠাৎ দ্রুত শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। তবে সাময়িকভাবে দুর্বল হওয়ার পর এটি আবার শক্তি ফিরে পাচ্ছে।

স্থানীয় জ্বালানি সংস্থা লুমা জানিয়েছে, প্রবল ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুয়ের্তো রিকোর লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছিল।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরুরি মেরামতকাজ শেষ করার পর রবিবার সন্ধ্যার মধ্যেই তাদের ৯৫% গ্রাহক আবার বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় এরিনের বাইরের বৃষ্টির স্তর ইতিমধ্যে বাহামাকে প্রভাবিত করতে শুরু করেছে।

যদিও ঝড় সরাসরি দ্বীপগুলোতে আঘাত হানবে না, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যারোন সার্জেন্ট বাহামার নাগরিকদের পরামর্শ দিয়েছেন যেন তারা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান যাচাই করে নেন এবং প্রয়োজন হলে বিকল্প আশ্রয়কেন্দ্র কোথায় আছে তাও নিশ্চিত করে নেন। তিনি বলেন, ' ধরনের ঝড় খুবই অনিশ্চিত এবং হঠাৎ করেই দিক পরিবর্তন করতে পারে।'

এনএইচসি পূর্বাভাস অনুযায়ী, এরিনের মূল ঘূর্ণিবাতাস আজ দক্ষিণ-পূর্ব বাহামার পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে বারমুডা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মাঝামাঝি দিয়ে অগ্রসর হবে।

এনএইচসি আরও জানিয়েছে, এই সময়জুড়ে এরিন একটি 'বৃহৎ বিপজ্জনক ঘূর্ণিঝড়' হিসেবেই থাকবে।

উত্তর ক্যারোলিনার উপকূলের কাছাকাছি অবস্থিত আউটার ব্যাংকস দ্বীপপুঞ্জ ইতিমধ্যেই প্রবল ঢেউ ঝোড়ো হাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সেখানকার কর্তৃপক্ষ হ্যাটেরাস দ্বীপ থেকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তারা সতর্ক করেছে যে হ্যাটেরাসকে অন্য দ্বীপের সঙ্গে যুক্ত করা প্রধান মহাসড়কটি অচল হয়ে যেতে পারে।

আবহাওয়াবিদরাও সতর্ক করেছেন, সাগরের ভেতরে স্রোতের আকস্মিক টান তৈরি হতে পারে, যা যুক্তরাষ্ট্রের পুরো পূর্ব উপকূলকে প্রভাবিত করতে পারে।

সূত্র: বিবিসি