ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে টিকটকের আয়ু বাড়লো আরও ৯০ দিন

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিক্রি বা বন্ধের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট।

Jun 23, 2025 - 15:53
ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে টিকটকের আয়ু বাড়লো আরও ৯০ দিন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিক্রি বা বন্ধের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিক্রি বা নিষিদ্ধ করার সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটকের মূল কোম্পানি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন।

এর  আগে, গত বছর যুক্তরাষ্ট্র একটি আইন পাস করার পর ভিডিও শেয়ারিং অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি পড়ে। সেখানে বলা হয়েছিল, অ্যাপটি তার চীনা মূল কোম্পানি বাইটড্যান্স দ্বারা বিক্রি না করা পর্যন্ত নিষিদ্ধ করা হবে।

তবে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প টিকটককে বন্ধ না করে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি মার্কিন কংগ্রেসের দেওয়া নিষেধাজ্ঞা থেকে টিকটককে দুইবার সাময়িক ছাড় দেন। এই নিষেধাজ্ঞা জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা ছিল—এমনটাই জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। যদিও এ দাবি অস্বীকার করেছে টিকটক।

এদিকে কোম্পানীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রায় ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপটি অনলাইনে রাখার ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ’।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অফিসের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ট্রাম্প তার প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, বাইটড্যান্স দ্বারা যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির জন্য একটি চুক্তি এখন ১৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের কর্তৃপক্ষকে এর মূল কোম্পানির দ্বারা অ্যাপটির যেকোনো বিক্রয় বা আংশিক বিক্রয়ের অনুমোদন দিতে হবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, টিকটক বা বাইটড্যান্সকে চীনা সরকার যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য হস্তান্তর করতে বাধ্য করতে পারে।

সূত্র : বিবিসি