‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ নামকরণে গাভাস্কারের ক্ষোভ

হেডিংলিতে চলছে ইংল্যান্ড ও ভারত টেস্ট সিরিজ ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। গত শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজটির প্রথম ম্যাচ। কিন্তু এই সিরিজের নামকরণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাস্কার। তবে তার ক্ষোভ অ্যান্ডারসন বা টেন্ডুলকারের নাম নিয়ে নয়। তিনি ক্ষোভ জানিয়েছেন সিরিজের নামে টেন্ডুলকারের নাম কেন পরে দেওয়া হলো! তাঁর মতে, নাম হওয়া উচিত ছিল ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’।

Jun 23, 2025 - 15:21
‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ নামকরণে গাভাস্কারের ক্ষোভ
ছবি: সংগৃহীত

হেডিংলিতে চলছে ইংল্যান্ড ও ভারত টেস্ট সিরিজ ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। গত শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজটির প্রথম ম্যাচ। কিন্তু এই সিরিজের নামকরণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাস্কার। তবে তার ক্ষোভ অ্যান্ডারসন বা টেন্ডুলকারের নাম নিয়ে নয়। তিনি ক্ষোভ জানিয়েছেন সিরিজের নামে টেন্ডুলকারের নাম কেন পরে দেওয়া হলো! তাঁর মতে, নাম হওয়া উচিত ছিল ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’।

মিড–ডেতে লেখা এক কলামে ক্ষোভ প্রকাশের পাশাপাশি টেন্ডুলকারের নাম কেন আগে আসা উচিত, তা নিয়ে অনেক যুক্তিও দেখিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘অধিকাংশ ভারতীয় ক্রিকেটপ্রেমীর জন্য ট্রফিতে অ্যান্ডারসনের নাম প্রথমে আসাটা পীড়াদায়ক। টেন্ডুলকার শুধু ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারই নন, তিনি অ্যান্ডারসনের চেয়ে ১২ বছরের বেশি সিনিয়র। টেস্ট ক্রিকেটে রান ও সেঞ্চুরির দিক থেকে টেন্ডুলকার ১ নম্বরে, এমনকি ওয়ানডেতেও তাঁর রান অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে উইকেটশিকারিদের তালিকায় আছেন তৃতীয় স্থানে আর ওয়ানডে ক্রিকেটে তাঁর রেকর্ড টেন্ডুলকারের মতো ভালো নয়।’

গাভাস্কার আরও যুক্তি দেখিয়েছেন, ‘টেন্ডুলকার বিশ্বকাপজয়ী দলের অংশ, কিন্তু অ্যান্ডারসন নন। অ্যান্ডারসন অসাধারণ একজন বোলার ছিলেন, তবে মূলত ইংল্যান্ডের কন্ডিশনে। বিদেশের মাঠে তাঁর রেকর্ড শচীনের কাছাকাছিও নয়। আমি সব ভারতীয় ক্রিকেট–ভক্ত এবং ভারতীয় গণমাধ্যমকে অনুরোধ করব, এটাকে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি” বলার জন্য।’

তবে ট্রফির নাম দুই দেশের দুই ক্রিকেট বোর্ড ইসিবি ও বিসিসিআই মিলে ঠিক করেছিল। আগে ভারত ইংল্যান্ডে খেলতে গেলে ট্রফির নাম হতো পতৌদি ট্রফি আর ইংল্যান্ড ভারতে খেলতে গেলে নাম হতো অ্যান্থনি ডি মেলো ট্রফি। তবে চলমান এ সিরিজ থেকে সব সিরিজের একটাই নাম থাকবে—অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। তবে অ্যান্ডারসনের নামটা কেন আগে, কোনো বোর্ডই দেয়নি তার ব্যাখ্যা দেয়নি।

এদিকে যে ট্রফির নাম নিয়ে এত কথা,  সেই সিরিজের প্রথম ম্যাচে কেউ কাউকে খুব একটা ছেড়ে কথা বলছে না। একেবারে টানটান উত্তেজনা বলা না গেলেও অন্তত লড়াই জমে উঠেছে বলা যাবে। শেষ খবর পাওয়া চতুর্থদিনের খেলা শেষ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট  করছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে  এখনো পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ২১। ভারতে ছুঁড়ে দেওয়া ৩৭১ রান তাড়া করে জিতাতে হলে পঞ্চম দিনে সবগুলা উইকেট হাতে নিয়ে  স্কোরবোর্ডে জড়ো করতে হবে আরও ৩৫০ রান। মানে ফলাফল কি হবে তা নির্ধারিত হবে শেষ দিনেই।