রিপাবলিকানরা ‘পোর্কি পিগ পার্টি’, মাস্ককে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর হুমকি ট্রাম্পের

মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বকে কেন্দ্র করে। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ও ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

Jul 6, 2025 - 23:38
রিপাবলিকানরা ‘পোর্কি পিগ পার্টি’, মাস্ককে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর হুমকি ট্রাম্পের
ছবি: এআই জেনারেটেড

মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বকে কেন্দ্র করে। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

এপি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে কমপক্ষে ২৫০ মিলিয়ন ডলার খরচ করা মাস্ক এবার ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর ছাড় ব্যাপক বাজেট খরচের প্যাকেজের বিরোধিতা করে মাস্ক রিপাবলিকানদেরপোর্কি পিগ পার্টিআখ্যা দেন। মাস্ক বলেন, “এই বিলটি পাশ হলে রিপাবলিকানদের জন্য সেটি হবে সম্পূর্ণ রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত।

এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা মাস্কের মতে দেশের আর্থিক ভবিষ্যতের জন্য হুমকি।

মাস্ক জানিয়েছেন, যদি এই বিল পাস হয়, তাহলে তিনি "আমেরিকা পার্টি" নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। তাঁর মতে, বর্তমান দুই দলের (ডেমোক্র্যাট রিপাবলিকান) বাইরে সাধারণ আম জনতার কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই। তিনি বলেন, “আমাদের এমন একটি দল দরকার যারা মধ্যবিত্ত (৮০ শতাংশ) জনগণের কথা বলবে।

মাস্কের এই অবস্থানে প্রচণ্ড ক্ষুব্ধ ট্রাম্প। তিনি এক বক্তব্যে বলেন, “ইলন মাস্ককে হয়তো দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠাতে হবে, কারণ সরকারী ভর্তুকি ছাড়া টেসলা চলত না।

একসময় ট্রাম্প মাস্কের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েক মাসে তাদের মধ্যে বেশ কয়েকটি তীব্র বাকবিতণ্ডা হয়েছে। ট্রাম্প মাস্কের ব্যবসার ওপর চাপ দেওয়ার ইঙ্গিত দেন, অন্যদিকে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের দাবি জানান।