৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা
আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্মরণে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন দেশে সাধারণ ছুটি থাকবে— এ মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক পরিপত্র প্রকাশ করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্মরণে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন দেশে সাধারণ ছুটি থাকবে— এ মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একাধিক পরিপত্র প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৫ আগস্টকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।
এছাড়া, প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিবসটিও ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করে যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছে সরকার।
এদিকে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে আর উদ্যাপন করা হবে না—এ বিষয়েও পৃথক এক পরিপত্রে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে এসব দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।