ট্রান্স নারী ক্রীড়াবিদদের জন্য ‘অসাধারণ দক্ষতা’ ভিসা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসা নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে, যাতে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে নারীদের অভিজাত ক্রীড়ায় অংশ নিতে না পারেন।

Aug 5, 2025 - 14:01
ট্রান্স নারী ক্রীড়াবিদদের জন্য ‘অসাধারণ দক্ষতা’ ভিসা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসা নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে, যাতে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে নারীদের অভিজাত ক্রীড়ায় অংশ নিতে না পারেন।

সোমবার ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস একটি নির্দেশনা জারি করে, যার উদ্দেশ্য হলো ট্রান্স নারী ক্রীড়াবিদদের 'অসাধারণ দক্ষতা' ভিত্তিক ভিসা পাওয়ার পথ বন্ধ করে দেয়া। এই নির্দেশনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শুরুর দিকে জারি করা একটি নির্বাহী আদেশের ভিত্তিতে তৈরি হয়েছে, যার উদ্দেশ্য ছিল ট্রান্স নারী ক্রীড়াবিদদের নারীদের খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া।

নতুন নির্দেশনায় কোথাও 'ট্রান্সজেন্ডার' বা 'ট্রান্স নারী' শব্দ ব্যবহার করা হয়নি; বরং বলা হয়েছে 'পুরুষ ক্রীড়াবিদ' যারা নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ করতে চায়।

ইউএসসিআইএস-এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার এক বিবৃতিতে বলেন, 'আমরা সেই ফাঁকফোকর বন্ধ করছি, যার সুযোগ নিয়ে বিদেশি পুরুষ ক্রীড়াবিদরা শুধুমাত্র তাদের জেন্ডার আইডেন্টিটি পরিবর্তন করে নারীদের বিরুদ্ধে জৈবিক সুবিধা নিয়ে জিততে চাইছে।

তিনি আরও বলেন, 'এটা নিরাপত্তা, ন্যায্যতা, সম্মান সত্যের প্রশ্নশুধুমাত্র নারীরা যেন নারীদের ক্রীড়ায় অংশ নিতে মার্কিন ভিসা পান। ট্রাম্প প্রশাসন সেই নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষ নিচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বামপন্থী নীতির কারণে ভুক্তভোগী।

এই নীতিমালার আপডেটটি তিনটি ভিসা ক্যাটাগরির ওপর প্রভাব ফেলবে, যেগুলো বিজ্ঞান, শিল্প, শিক্ষা, ব্যবসা কিংবা ক্রীড়াক্ষেত্রেঅসাধারণ দক্ষতা অধিকারীদের জন্য বরাদ্দ। এটি ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারস-এর ওপরও প্রযোজ্য, যেখানে আবেদনকারীরা গ্রিন কার্ডের জন্য লেবার সার্টিফিকেশন ছাড়াই আবেদন করতে পারেন যদি তারা প্রমাণ করতে পারেন যে তাদের কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে।

আপডেটেড গাইডলাইনে  ইউএসসিআই এসস্পষ্টভাবে জানিয়েছে, যদি কোনো 'পুরুষ ক্রীড়াবিদ' নারীদের প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন, তবে সেটিকে তারা নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করবে এবং সে অনুযায়ী ভিসা প্রক্রিয়ায় প্রভাব পড়বে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ট্রান্স নারী ক্রীড়াবিদ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে নারীদের খেলায় অংশ নিতে চান, তাদের ক্ষেত্রে লেবার সার্টিফিকেশন মওকুফ করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে নয়।

এই নীতিমালায় ঠিক কতজন প্রভাবিত হবেন, বা সম্প্রতি ধরনের কোনো উদাহরণ রয়েছে কিনা যেখানে ট্রান্স নারী ক্রীড়াবিদরা এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে এসেছেন সে সম্পর্কে কিছু জানায়নি ইউএসআইএস।

ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (এনসিএএ) —যেটি কলেজ পর্যায়ের খেলাধুলা নিয়ন্ত্রণ করেতাদের তথ্যমতে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে এনসিএএ-এর অধীনে লাখের বেশি ক্রীড়াবিদ প্রতিযোগিতা করেন, যাদের মধ্যে প্রায় ২৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী। যদিও কতজন ক্রীড়াবিদ ট্রান্সজেন্ডার সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই, তবে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চার্লি বেকার গত ডিসেম্বরে সিনেটে জানান, তার জানা মতে সংখ্যা ১০-এরও কম।

নতুন ইউএসসিআইএস নীতিমালা হয়তো তাদের ওপর প্রভাব ফেলবে যারা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য সামার অলিম্পিকসে অংশ নিতে চেয়েছিলেন। তবে গত মাসেই যুক্তরাষ্ট্র অলিম্পিক প্যারালিম্পিক কমিটি ট্রান্স নারীদের নারীদের খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে।

এখন পর্যন্ত অল্প কয়েকজন ট্রান্স ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নিয়েছেন। এর মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের ওয়েটলিফটার লরেল হাবার্ড, যিনি ২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম প্রকাশ্য ট্রান্স অ্যাথলেট হিসেবে অংশ নেন (তবে পদক জেতেননি) ছাড়া আমেরিকান স্কেটবোর্ডার আলানা স্মিথ এবং কানাডিয়ান ফুটবল তারকা কুইন টোকিও অলিম্পিকে অংশ নেন। কুইন অলিম্পিক ইতিহাসে প্রথম ননবাইনারি ট্রান্স ক্রীড়াবিদ যিনি পদক জিতেছেনসেবার তার দল স্বর্ণপদক জিতেছিল।

সূত্র: এনবিসি নিউজ