Tag: টেস্ট ক্রিকেট

‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ নামকরণে গাভাস্কারের ক্ষোভ

হেডিংলিতে চলছে ইংল্যান্ড ও ভারত টেস্ট সিরিজ ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। গত শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজটির প্রথম ম্যাচ। কিন্তু এই সিরিজের নামকরণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাস্কার। তবে তার ক্ষোভ অ্যান্ডারসন বা টেন্ডুলকারের নাম নিয়ে নয়। তিনি ক্ষোভ জানিয়েছেন সিরিজের নামে টেন্ডুলকারের নাম কেন পরে দেওয়া হলো! তাঁর মতে, নাম হওয়া উচিত ছিল ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’।