তাপমাত্রায় ডালাসকে ছাড়ালো নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ এক তাপপ্রবাহ। আজ মঙ্গলবার (২৫ জুন) তীব্র গরমের কারণে নিউইয়র্ক শহরের তাপমাত্রা ছাড়িয়ে গেছে ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপর। ২০১৩ সালের পর প্রথমবার এমন তাপমাত্রা দেখল নিউইয়র্ক।

Jun 25, 2025 - 03:07
তাপমাত্রায় ডালাসকে ছাড়ালো নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ এক তাপপ্রবাহ। আজ মঙ্গলবার (২৫ জুন) তীব্র গরমের কারণে নিউইয়র্ক শহরের তাপমাত্রা ছাড়িয়ে গেছে ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপর। ২০১৩ সালের পর প্রথমবার এমন তাপমাত্রা দেখল নিউইয়র্ক।

আবহাওয়াবিদদের ধারণা, দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ু উচ্চচাপ বলয়ের মাধ্যমে পূর্বাঞ্চলে আটকে গিয়ে এই ভয়াবহ গরমের সৃষ্টি করেছে, যার ফলে পুরো অঞ্চলজুড়ে বেড়েছে গরমের তীব্রতা এবং স্থায়িত্ব।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) সূত্রে জানা গেছে, আজকে দেশজুড়ে ১৫ কোটিরও বেশি মানুষ তাপ সতর্কতার মধ্যে ছিলেন। বিশেষজ্ঞদের মতে, মেইন থেকে ফ্লোরিডা পর্যন্ত পূর্ব উপকূলের প্রায় প্রতিটি রাজ্যে ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। বিশেষ করে মেইনের মতো ঠান্ডা রাজ্যে এ ধরনের গরম বিরল। তাছাড়া গরমের তীব্রতা শুধু দিনে নয়, রাতেও মিলছে না স্বস্তি। 

NWS-এর আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান বলেন, "রাতেও তাপমাত্রা না কমার কারণে শরীর পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং বাড়ছে বিদ্যুৎ বিলও। এটি নিঃসন্দেহে একটি চরম তাপপ্রবাহ।"

তিনি আরও জানান, মঙ্গলবার ছিল এই উচ্চচাপ বলয়ের সবচেয়ে বেশি সক্রিয় দিন। এই বলয় মূলত মধ্য আটলান্টিক অঞ্চলে কেন্দ্রীভূত, যা গরমকে স্থিরভাবে আটকে রেখেছে।

ক্লাইমেট সেন্ট্রালের আবহাওয়াবিদ বার্নাডেট প্ল্যাকি বলেন, "এই ধরনের দীর্ঘস্থায়ী গরম শরীরকে দুর্বল করে, বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্ম দেয় এবং অর্থনৈতিক দিক থেকেও বড় প্রভাব ফেলে।"

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, গ্রীষ্মের শুরুতেই এমন তীব্র তাপপ্রবাহে নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া—এই শহরগুলোর মানুষ এখনো মানিয়ে নিতে না পারায় ঝুঁকি আরও বেশি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস