স্বাস্থ্যসেবায় ২১০ মিলিয়নের জালিয়াতি, ডালাসে ভারতীয়সহ টেক্সাসে গ্রেফতার ৪

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

Jul 2, 2025 - 06:36
স্বাস্থ্যসেবায় ২১০ মিলিয়নের জালিয়াতি, ডালাসে ভারতীয়সহ টেক্সাসে গ্রেফতার ৪
ছবি: এআই জেনারেটেড

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। 

প্রথম অভিযুক্ত লাবাকের মেট্রিয়াস গিলমোর। তিনি নিজের দুটি চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে এমন সব চিকিৎসার বিল পাঠান যা কখনো দেওয়া হয়নি বা দরকারই ছিল না। হাঁটুর ব্রেস, অস্ত্রোপচারের দিনেই থেরাপি, আর বাসায় ব্যবহারের জন্য দামি যন্ত্রপাতির নামে তিনি প্রায় ১৯ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে ১৭ মিলিয়ন ডলার তিনি এরই মধ্যে পেয়েছেন।

দ্বিতীয় অভিযুক্ত গ্যারি মার্টিন। তিনি ম্যাককিনির বাসিন্দা। তিনি কোভিড-১৯ টেস্টের নামে প্রতারণা করেন। অভিযোগে বলা হয়েছে, মার্টিন মৃত মানুষের নামেও ভুয়া বিল পাঠিয়েছেন এবং মেডিকেয়ার থেকে টাকা পাওয়ার পর এর একটি অংশ ঘুষ হিসেবে দিয়েছেন। দাবি করা টাকার পরিমাণ ছিল ৭৩ মিলিয়নেরও বেশি।

তৃতীয় অভিযুক্ত ভারতীয় নাগরিক খাদির খান মোহাম্মদ, যিনি ডালাস-ফোর্ট ওয়ার্থের রিচার্ডসন শহরে একটি ল্যাব চালাতেন। তিনি ডাক্তারদের অনুমতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে জিনগত পরীক্ষার নামে মেডিকেয়ার থেকে প্রায় ৯৩ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে ৬৫ মিলিয়ন ডলার তিনি আদায় করেছেন।

চতুর্থ অভিযুক্ত ওলাতুনবোসুন ওসুকোয়া। তিনি প্লেনোর বাসিন্দা। তিনি রোগীদের দামি ইইজি পরীক্ষার জন্য পাঠাতেন এবং ডাক্তারদের ঘুষ দিয়ে রেফার করাতেন। তার দাবির পরিমাণ ছিল ২৫ মিলিয়ন ডলার।

এই চারটি মামলা এখন টেক্সাসের ফেডারেল আদালতে বিচারাধীন।

এই অভিযানে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে মোট ৩২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে অনেকেই চিকিৎসক, নার্স ও চিকিৎসা প্রতিষ্ঠান মালিক। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ২৪৫ মিলিয়ন ডলারের নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

বিচার বিভাগ বলেছে, এই ধরনের প্রতারণা শুধু টাকার ক্ষতি নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দেয়। ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকাতে প্রযুক্তি ব্যবহার করে নজরদারি আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, মেডিকেয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের একটি স্বাস্থ্যসেবা প্রোগ্রাম, যেটি মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের জন্য। কিছু নির্দিষ্ট প্রতিবন্ধী বা গুরুতর অসুস্থ রোগীদের জন্যও এটি প্রযোজ্য। এই প্রোগ্রামের মাধ্যমে সরকার রোগীদের চিকিৎসা, ওষুধ, পরীক্ষা বা যন্ত্রপাতির জন্য ডাক্তার, হাসপাতাল বা ল্যাবকে টাকা দিয়ে থাকে।

সূত্র: প্রেস রিলিজ, যুক্তরাষ্ট্র অ্যাটর্নি অফিস, উত্তর টেক্সাস