Tag: জিম লোভেল

অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার জিম লোভেলের মৃত্যু

বিখ্যাত অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার জিম লাভেল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। নাসা জানিয়েছে, 'আমরা দুঃখিত অ্যাপোলো ১৩ কমান্ডার ও চারবারের স্পেসফ্লাইট যোদ্ধা জিম লোভেলের মৃত্যুতে। লোভেলের জীবন ও কাজ লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা ছিল। কঠিন পরিস্থিতিতে তার সাহস আমাদের চাঁদ ও তার বাইরে যাত্রার পথ তৈরি করেছে—যাত্রা যা আজও চলমান।'