ডেন্টনে নেশাগ্রস্ত চালকের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
২২ বছর বয়সী এক ডেন্টন বাসিন্দার বিরুদ্ধে দুর্ঘটনার পর মামলা হয়েছে। ওই দুর্ঘটনায় একজন নিহত হোন।

শুক্রবার রাত প্রায় ৯টা ২২ মিনিটে ডেন্টন ফায়ার/ইএমএস ও পুলিশ উইনসর ড্রাইভ ও নর্থওয়ে সংযোগস্থলে ঘটে যাওয়া একটি বড় ধরনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
উইনসর ড্রাইভ থেকে নর্থওয়ের দিকে মোড় নেয়ার সময় একটি গাড়িকে ২২ বছর বয়সী এক চালকের গাড়ি পাশ থেকে ধাক্কা দেয়।
সেই গাড়িতে থাকা যাত্রীদের একজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ওই নারীকে শনাক্ত করা হয়েছে, তার বয়স ৫৮ বছর।
ওই চালক ঘটনাস্থলেই আঘাতের চিকিৎসা নেন। পরে তাকে গ্রেপ্তার করা হয় 'গাড়িকে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করে গুরুতর হামলা ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো'র অভিযোগে। বর্তমানে তিনি ডেন্টন সিটি জেলে আছেন।
ঘটনাটি এখনো তদন্তাধীন।
সূত্র: ডিএফডব্লিউ স্ক্যানার