কলিন কলেজ ক্যাম্পাসে গুলিবর্ষণে একজন আহত

প্ল্যানোর কলিন কলেজের স্প্রিং ক্রিক ক্যাম্পাসে রবিবার রাতে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।

Aug 11, 2025 - 06:55
কলিন কলেজ ক্যাম্পাসে গুলিবর্ষণে একজন আহত
ছবি: ডব্লিউএফএএ

প্ল্যানোর কলিন কলেজের স্প্রিং ক্রিক ক্যাম্পাসে রবিবার রাতে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে ৫৮০০ জুপিটার রোড এলাকায় গুলির খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

প্লানো পুলিশ জানায়, এক প্রাপ্তবয়স্ক পুরুষ সন্দেহভাজন ক্যাম্পাসে অন্য এক ব্যক্তিকে অন্তত দুইবার গুলি করে এবং পরে কাছের ছাত্রাবাসের দিকে পালিয়ে যায়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর ২০ মিনিট পর সন্দেহভাজনকে খুঁজে বের করে আটক করেন।

আহত ব্যক্তিকে প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

পুলিশের মতে, এই গুলিবর্ষণের কারণে ক্যাম্পাসে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল।

পুলিশ এখনো জানায়নি, কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সূত্র: ডব্লিউএফএএ