ডেন্টন পুলিশের সঙ্গে কাজ করবে আইস
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ডালাস শাখা গত সপ্তাহে ডেন্টনের মেয়র জেরার্ড হাডস্পেথের সঙ্গে যোগাযোগ করে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ডালাস শাখা গত সপ্তাহে ডেন্টনের মেয়র জেরার্ড হাডস্পেথের সঙ্গে যোগাযোগ করে। এই যোগাযোগের উদ্দেশ্য সিটি নেতাদের সঙ্গে একটি বৈঠক ঠিক করা যাতে আইসিই-এর ২৮৭ (জি) প্রোগ্রাম নিয়ে আলোচনা করা যায়। এই প্রোগ্রাম ডেন্টন পুলিশকে কারাগারে থাকা ব্যক্তিদের ইমিগ্রেশন অপরাধের জন্য স্ক্রীন করার ক্ষমতা দিতে পারে।
জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন যা ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের ২৮৭ (জি) ধারা অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সচিবের সিদ্ধান্তের ভিত্তিতে আইসিই-কে স্থানীয় ও রাজ্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করতে বলে ।
সূত্র: ডেন্টন রেকর্ড ক্রনিকল