ডেন্টন ডাউনটাউন স্কয়ারে গৃহহীন ব্যক্তি খুনের তদন্ত চলমান

ডেন্টন পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ১২টা ১০-এর দিকে ওয়েস্ট হিকোরি স্ট্রিটের ২০০ ব্লকে গুলির ঘটনার ব্যাপারে তাদের কাছে একাধিক ৯১১ কল এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলির আগে এক ব্যক্তি এবং একজন গৃহহীনের মধ্যে বিবাদ সংঘটিত হয়েছিল।

Aug 10, 2025 - 10:45
ডেন্টন ডাউনটাউন স্কয়ারে গৃহহীন ব্যক্তি খুনের তদন্ত চলমান
ছবি: এনবিসি-ফাইভ

ডেন্টন পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ১২টা ১০-এর দিকে ওয়েস্ট হিকোরি স্ট্রিটের ২০০ ব্লকে গুলির ঘটনার ব্যাপারে তাদের কাছে একাধিক ৯১১ কল এসেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলির আগে এক ব্যক্তি এবং একজন গৃহহীনের মধ্যে বিবাদ সংঘটিত হয়েছিল।

ডেন্টন পুলিশের পাবলিক ইনফরমেশন লিয়াজন অ্যামি কানিংহাম বলেন, 'গুলির আগে ওই দুই ব্যক্তির মধ্যে বিবাদ হয়েছিল, তবে সেই বিবাদের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।'

তিনি আরও বলেন, গোয়েন্দারা সাক্ষীদের, সন্দেহভাজন গুলিবিদ্ধকারীর বক্তব্য সংগ্রহ করছেন যিনি ঘটনাস্থলে ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

কানিংহাম জানান, 'সন্দেহভাজন গুলি চালানো ব্যক্তি বর্তমানে গোয়েন্দাদের সঙ্গে কথা বলছে, আর আমরা চেষ্টা করছি ঘটনাটির পেছনের কারণ জানতে।'

গেইল পেরেজ কাছাকাছি একটি দোকানে কাজ শুরু করার সময় গুলির শব্দ শুনেছিলেন।

তিনি বলেন, আমি প্রায় চারটি গুলির শব্দ শুনেছি। অনেক গ্রাহক ভেতরে চিৎকার করছিলেন এবং মাথা নীচু করছিলেন, তখন আমি দরজা খুলে বললাম,'এখনই ভিতরে আসো!'

ঘটনাস্থলের পাশের একটি রেস্তোরাঁর কর্মচারী জানান, তিনি তিনটি গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে মাটিতে একজন আহত ব্যক্তিকে দেখেন এবং ৯১১- ফোন করেন।

পেরেজ বলেন, এটা খুব ভয়ঙ্কর এবং এরপর সবকিছু যেন তোমাকে চঞ্চল করে তোলে। সবচেয়ে খারাপ হলো জানা যে, তুমি ওই ব্যক্তির শেষ মুহূর্ত শুনেছ, আর আমি এখন সেটাই মেনে নিতে পারছি না।'

সূত্র: এনবিসি-ফাইভ