Tag: ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিয়ম স্পেস পরিচালিত অভিযান অ্যাক্সিয়ম-৪  বৃহস্পতিবার ভোরে সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এরপর অপর ৩ জন ক্রুসহ মহাকাশ স্টেশনে প্রবেশ করেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয়, যিনি কক্ষপথে অবস্থিত এই মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করলেন। পুরো ঘটনাটি লাইভ সম্প্রচার করা হয়েছে।