Tag: ক্যালিফোর্নিয়া

ওজি অসবোর্নের নামে ক্যালিফোর্নিয়ায় গন্ডার শাবক

ক্যালিফোর্নিয়ার সান্তা রোসায় অবস্থিত সাফারি ওয়েস্ট বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে জন্ম নিয়েছে একটি বিরল সাদা গন্ডার শাবক। শাবকটির জন্ম হয় ঠিক সেই দিন, যেদিন প্রয়াত হন বিশ্ববিখ্যাত রক তারকা ও ব্ল্যাক সাবাথ ব্যান্ডের গায়ক ওজি অসবোর্ন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর স্মরণে শাবকটির নাম রাখা হয়েছে ‘ওজি’।