Tag: উপসাগর

গ্যালভেস্টন দ্বীপের কাছে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত নৌকা সরাল কর্তৃপক্ষ

টেক্সাস কর্তৃপক্ষ সোমবার জানায়, তারা গ্যালভেস্টন দ্বীপের কাছের জলপথ থেকে ২১,০০০ পাউন্ডেরও বেশি ওজনের পাঁচটি পরিত্যক্ত নৌকা সরিয়েছে। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ মূলত অফ্যাটস বে এবং গালফ ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়েতে থাকা নৌকাগুলোর ওপর চালানো হয়, যা টেক্সাস জেনারেল ল্যান্ড অফিস (জিএলও)-এর মতে পরিবেশ ও নৌযান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছিল।