স্বাধীনতা দিবসে টেক্সাসজুড়ে যা যা হচ্ছে
আর কিছুদিন পরই ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তাই প্রতিবছর দিনটি উদযাপন করা হয় জাতীয় উৎসব হিসেবে। এ বছর সারা দেশের পাশাপাশি টেক্সাসেও বর্ণিল আয়োজনে পালিত হবে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস।

আর কিছুদিন পরই ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তাই প্রতিবছর দিনটি উদযাপন করা হয় জাতীয় উৎসব হিসেবে। এ বছর সারা দেশের পাশাপাশি টেক্সাসেও বর্ণিল আয়োজনে পালিত হবে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস।
মার্কিন গণমাধ্যম এনবিসি ডিএফডাব্লিউ–এর এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে টেক্সাসের ডালাস, ফোর্ট ওয়ার্থ, ফ্রিসকো, এনিস, গারল্যান্ড, ম্যাককিনি, প্লেনো, ওয়াক্সাহাচি, প্রস্পারসহ আরও অনেক শহর বর্ণাঢ্য প্যারেড, কনসার্ট, আতশবাজি, শিশুদের জন্য কার্যক্রম ও পারিবারিক বিনোদনের মাধ্যমে দিনটি উদযাপন করবে। তাই এনবিসি ডিএফডাব্লিউ বরাতে এক নজরে দেখে নেওয়া যাক স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের কোথায় কি হচ্ছে।
অ্যাডিসন : গত চার দশক ধরেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অ্যাডিসন শহর তার শ্বাসরুদ্ধকর আতশবাজি, রোমাঞ্চকর এরিয়াল শো এবং নানা বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে সারা দেশের মানুষকে মুগ্ধ করে আসছে। সেই ঐতিহ্য ধরে রেখেই এবছরও ৩ জুলাই বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের অ্যাডিসন সার্কেল পার্কে অনুষ্ঠিত হবে এই বর্ণিল আয়োজন।
আর্লিংটন : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আর্লিংটনেও জমকালো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যেমন লাইভ কনসার্ট, মেলা, মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী ও স্বাধীনতা দিবস প্যারেড। আগামী ৩ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ডাউনটাউন আর্লিংটনের শুরু হবে এসব আয়োজন। চারটি মঞ্চে চলবে লাইভ মিউজিক। জমকালো মেলা এবং সবার শেষে হবে আতশবাজির প্রদর্শনী। পরদিন ৪ জুলাই সকাল ৯টা থেকে শুরু হবে স্বাধীনতা দিবসের প্যারেড। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হওয়া এই প্যারেড আর্লিংটনের দীর্ঘতম বার্ষিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি।
বেডফোর্ড: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেডফোর্ডের জেনারেশনস পার্কের অ্যাট বয়েজ র্যাঞ্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ জুলাই বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্যে রয়েছে বিনামূল্যে বেডফোর্ড ফোর্থফেস্টে লাইভ মিউজিক, একটি কিডস জোন, ফুড ট্রাক এবং সূর্য ডোবার পর একটি আতশবাজির প্রদর্শনী।
বার্লেসন: স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্লেসনের ওল্ড টাউনে আগামী ৪ জুলাই সকাল ৯টা থেকে শুরু হবে লায়ন্স ক্লাবের ২১তম বার্ষিক প্যারেড। এই আয়োজনে অংশ নেবে বেব’স চিকেন এবং সিটি অফ বার্লেসন। একই দিনে বিকেল ৫টা থেকে চিসেনহল ফিল্ডসে শুরু হবে আরেকটি জমকালো আয়োজন, যা চলবে রাত ১০টা পর্যন্ত। এই অনুষ্ঠান উপভোগ করতে লাগবে না কোনো টিকিট। সন্ধ্যাজুড়ে থাকছে নানা স্বাদের ফুড ট্রাক, সবার জন্য উন্মুক্ত বিনামূল্যে একটি কনসার্ট, এবং রাত ৯টা ২০ মিনিটে শুরু হবে এক দর্শনীয় আতশবাজির প্রদর্শনী, যা আলোকিত করে তুলবে বার্লেসনের আকাশ।
কপেল: কপেলে এবার ধুমধামের সঙ্গে দুইদিনব্যপী নানা আয়োজনে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। ২৮ জুন সাপ্তহিক ছুটি শুরু হবে একটি পার্টির মাধ্যমে। ওই দিন অ্যান্ড্রু ব্রাউন পার্ক ইস্টে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে 'পার্টি ইন দ্য পার্ক'। এরপর ৪ জুলাই প্যারেড ডাউন পার্কওয়েতে সকাল ৯টা থেকে শুরু হবে লাল, সাদা ও নীল রঙের জাঁকজমকপূর্ণ আরেক আয়োজনে
ক্রাউলি: ক্রাউলিতে স্বাধীনতা দিবসের উদযাপন হবে ৬ জুলাই বিকেলে। ওই দিন শহরের বাইসেন্টেনিয়াল পার্কে বিকেল ৪টা থেকে শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান। লাইভ ব্যান্ড, ফুড ট্রাক, খুচরা ও কারুশিল্প বিক্রেতা, শিশুদের জন্য বিভিন্ন কার্যকলাপ, আতশবাজি এবং আরও অনেক মজার আয়োজন চলবে রাত পর্যন্ত।
ডালাস: ডালাসেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলবে দুই দিনব্যাপী। ২৮ জুন সন্ধ্যা ৭টার দিকে শহরের ক্লিড ওয়ারেন পার্কে শুরু হবে অনুষ্ঠান। চলবে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত। বিনামূল্যে প্রবেশযোগ্য এই অনুষ্ঠানটি থাকবে সবার জন্য উন্মুক্ত তবে যথাযথ আসনে বসতে চাইলে আগে আসতে হবে। এই আয়োজনে থাকছে বিভিন্ন ফুড ট্রাক থেকে গ্রীষ্মের খাবার খাওয়ার সুযোগ, এমারাল্ড সিটি অল-স্টার্স এবং ডিজে রিচি স্মার্টের লাইভ মিউজিক, পারিবারিক বিনোদনের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং গ্র্যান্ড ফাইনাল। সেইসঙ্গে রয়েছে চেয়ার লিন্ডা ও মিচ হার্টের আতশবাজির শো, যা ডালাসের আকাশকে আলোকিত করবে।
দ্বিতীয় দিনে উৎসব হবে ৪ জুলাই বিকেলে। শহরের ফেয়ার পার্কে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে নানা অনুষ্ঠান। বিনামূল্যে প্রবেশযোগ্য এই আয়োজনও থাকবে সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ফেয়ার পার্ক ফোর্থ-এ শিশুদের জন্য বাস্তবমুখী বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী,মেলা, লাইভ মিউজিক, বিনোদন, ফুড ট্রাকসহ অন্যান্য আয়োজন। সেই সঙ্গে রয়েছে ফেয়ার পার্ক ফোর্থের একটি দর্শনীয় আতশবাজির প্রদর্শনী।
ডানকানভিল: ডানকানভিলের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হবে দুইটি মূল অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমটি হলো স্বাধীনতা প্যারেড। এটি অনুষ্ঠিত হবে আর্মস্ট্রং পার্কে সকাল সকাল ৯টায়। দ্বিতীয় ধাপের অনুষ্ঠানটিও হবে আর্মস্ট্রং পার্কে। বিকেল ৪টা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অবশ্যই বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একটি রিস্টব্যান্ড প্রদান করা হবে, যেটি প্রদর্শন করেই অনুষ্ঠানে প্রবেশ করতে হবে।
এনিস: চলতি বছর এনিসের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আয়োজিত 'ফ্রিডম ফেস্ট' নামের আয়োজনটি শনিবার (২৮ জুন) ১২ বছর পূর্ন করছে। ঐতিহাসিক ডাউনটাউন এনিসে “রেড, হোয়াইট অ্যান্ড বাইক প্যারেড” দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। এর পর পার্কে জমজমাট পার্টির আয়োজন থাকবে। যেখানে বিনামূল্যে দেখা যাবে শিশুদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম, লাইভ মিউজিক, খাবার এবং আতশবাজির শো তো থাকছেই।
ফোর্ট ওয়ার্থ: এখানে ৪ জুলাই বিকেল ৫টার দিকে ট্রিনিটি নদীর তীরে অবস্থিত প্যান্থার আইল্যান্ড প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে বার্ষিক স্বাধীনতা দিবস। ১৮ বছর ধরে চলা বার্ষিক এই উৎসবে থাকবে সুস্বাদু খাবার, ঠাণ্ডা পানীয়, শিশুদের জন্য নানা ধরনের কার্যক্রম, লাইভ মিউজিক এবং এক মনোমুগ্ধকর আতশবাজির সন্ধ্যা।
ফ্রিসকো: ফ্রিসকোতে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে দুই দিনব্যাপী 'ফ্রিডম ফেস্ট' অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম দিনের উৎসব অনুষ্ঠিত হবে ৩ জুলাই। অনুষ্ঠানটি শহরের ক্যালিডোস্কোপ পার্কে সন্ধ্যা ৬টার দিকে শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। আয়োজনে তালিকায় রয়েছে কর্নহোল টুর্নামেন্ট, ডাচশুন্ড ড্যাশ, প্যাট্রিয়টিক পেট প্যারেড। অনুষ্ঠান শুরু হবে পার্টি ইন দ্য ইউ.এস.এ. ৫কে দৌড়ের মাধ্যমে। দ্বিতীয় দিনের আয়োজন হবে ৪ জুলাই, শহররের সিম্পসন প্লাজায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টার দিকে। এদিনের আয়োজনে থাকবে লাইভ মিউজিক, আকর্ষণীয় কার শো, শিশুদের জন্য নানা ধরনের কার্যক্রম ও বিনোদন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো সিটি অফ ফ্রিসকো, এফসি ডালাস এবং কোসার্ভের যৌথ ব্যবস্থাপনায় ২০ মিনিটের এক মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী।
গারল্যান্ড: গারল্যান্ডে স্বাধীনতা দিবস উদযাপন হবে ৩ জুলাই। ওই দিন বিকেল ৫টার দিকে ডাউনটাউন গারল্যান্ড স্কয়ারে অনুষ্ঠিত হবে “রেড, হোয়াইট অ্যান্ড ইউ” অনুষ্ঠান।
আনন্দঘন এই আয়োজনে থাকবে মিউজিক, সুস্বাদু খাবার, সব বয়সের মানুষের জন্য নানা ধরনের গেম শো। সেইসঙ্গে থাকছে একটি দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনী।
ম্যাককিনি: ম্যাককিনিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে ৪ জুলাই। ওই দিন ডাউনটাউন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে একটি হোমটাউন প্যারেড এবং একটি ব্লক পার্টি। এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টাউন লেক পার্কে অনুষ্ঠিত হবে কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী। পুরো আয়োজনটি দেখা যাবে বিনামূল্যে এবং থাকবে সবার জন্য উন্মুক্ত।
প্লেনো: প্লেনোতে স্বাধীনতা দিবসের উৎসব অনুষ্ঠিত হবে ৪ জুলাই, শহরের ওক পয়েন্ট পার্কে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত ১০টা পর্যন্ত। বিনামূল্যে প্রবেশযোগ্য এই অনুষ্ঠানে থাকবে পারিবারিক বিনোদন, নানা রকমের গেম শো। কিনে খাওয়া যাবে নানা ধরনের সুস্বাদু খাবার ও পানীয়। সেইসঙ্গে থাকবে এক দর্শনীয় আতশবাজির প্রদর্শনী।
রেড ওক: সিটি অফ রেড ওক আয়োজিত বার্ষিক “রেড ওক হোয়াইট অ্যান্ড ব্লু” অনুষ্ঠানটি হবে ওকস চার্চে (৭৭৭ এস আই-৩৫)। বিনামূল্যে প্রবেশযোগ্য এই অনুষ্ঠানে থাকবে পারিবার বান্ধব ইভেন্ট, লাইভ ডিজে, বাউন্স হাউস, বিভিন্ন ধরনের রাইড, ফুড ট্রাক এবং আতশবাজির প্রদর্শনী।
ওয়াক্সাহাচি: টেক্সাসের ক্র্যাপ মার্টল ক্যাপিটাল ওয়াক্সাহাছি এবার ধুমধাম করে উদযাপন করতে যাচ্ছে ২৭তম বার্ষিক ক্র্যাপ মার্টল ফেস্টিভ্যাল ও প্যারেডসহ স্বাধীনতা দিবস। এই উৎসব চলবে ৩ জুলাই, বৃহস্পতিবার। সেদিন ওয়াক্সাহাচি স্পোর্টস কমপ্লেক্সে (১৫১ ব্রডহেড রোড) সন্ধ্যা ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। রাত ৯টা ১৫মিনিটে শুরু হবে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী।
ওয়েদারফোর্ড: ওয়েদারফোর্ডে উৎসব হবে ৪ জুলাই, শহরের হেরিটেজ পার্কে। স্পার্ক ইন দ্য পার্ক নামের এই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টার দিকে। চলবে রাত ১০টা পর্যন্ত। বিনামূল্যে প্রবেশযোগ্য এই অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় শিল্পী ক্যাসি ডোনাহেউ। সেই সঙ্গে থাকবে ওপেনার ওয়েস্টার্ন রিওয়াইন্ডের নব্বইয়ের দশকের কান্ট্রি হিটের একটি থ্রোব্যাক সেট।
সেন্সরি সেনসিটিভ সেলিব্রেশন: 'সেন্সরি সেনসিটিভ সেলিব্রেশন' নামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই। দ্য সাউন্ড অ্যাট সাইপ্রেস ওয়াটার্সে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। বিনামূল্যে প্রবেশযোগ্য এই অনুষ্ঠান সাজানো হয়েছে অটিজম ও সেন্সরি সেনসিটিভিটি, প্রবীণ এবং পোষা প্রাণীদের উপযোগী করে। এখানে থাকবে একটি সাউন্ড-কন্ট্রোলড ট্রিবিউট ব্যান্ড, আতশবাজির পরিবর্তে আলো প্রদর্শনী।