Tag: পরিবহন

ট্রিনিটি মেট্রোতে বিনামূল্যে যাতায়াত করবে ফোর্ট ওয়ার্থের হাই স্কুল শিক্ষার্থীরা

ফোর্ট ওয়ার্থের হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল বছর শুরু হওয়ার সাথে সাথে ট্রিনিটি মেট্রোর বাস ও ট্রেনে বিনামূল্যে যাত্রার সুবিধা পাবে। প্রোগ্রামটি ফোর্ট ওয়ার্থ আইএসডি এবং ট্রানজিট সংস্থার অংশীদারত্বে পরিচালিত হবে।