Tag: ডাকাতি

ফোর্ট ওয়ার্থের বারে ডাকাতি ও খুন, সন্দেহভাজন গ্রেপ্তার

ফোর্ট ওয়ার্থের একটি বারে খুনের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ডেইন গ্রাহাম চেরি লেনের ইয়েলো রোজ সেলুনের পেছনের দিক দিয়ে ঢোকেন। তার হাতে একটি ডাফেল ব্যাগ ছিল, যার ভেতরে একটি রাইফেল ছিল।