Tag: উইস্ট্রন

ফোর্ট ওয়ার্থে এআই কারখানা: ৮৮৮ নতুন চাকরি, ৬৮৭ মিলিয়ন ডলার বিনিয়োগ

তাইওয়ানভিত্তিক উইস্ট্রন করপোরেশন ফোর্ট ওয়ার্থের উত্তর অংশে দুটি কারখানা স্থাপন করবে, যেখানে এআই সুপারকম্পিউটারের উপাদান তৈরি হবে। প্রকল্পে ৮৮৮টি নতুন চাকরি তৈরি হবে এবং ৬৮৭ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। নতুন কারখানাগুলো ২০২৬ সালের শুরুতে চালু হওয়ার প্রত্যাশা। এটি স্থানীয় অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে বড় সুযোগ তৈরি করবে। চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে এই নতুন কারখানা যুক্তরাষ্ট্রে হাই-টেক উৎপাদন ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ।