টেক্সাসে কিশোরীর মৃত্যু, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়াকে সন্দেহ

তদন্তকারীরা মনে করছেন, কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে শুক্রবার ভোরে এক কিশোরীর মৃত্যু হয়ে থাকতে পারে।

Aug 11, 2025 - 06:59
টেক্সাসে কিশোরীর মৃত্যু, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়াকে সন্দেহ
ছবি: ডব্লিউএফএএ

তদন্তকারীরা মনে করছেন, কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে শুক্রবার ভোরে এক কিশোরীর মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনাটি ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিম হ্যারিস কাউন্টিতে, এলা বুলেভার্ড এবং এসএইচ ২৪৯-এর সংযোগস্থলের কাছাকাছি কিশোরীর বাড়িতে।

তদন্তকারীদের মতে, শুক্রবার ভোর প্রায় ৩টার দিকে মেয়েটি তার মায়ের সঙ্গে গাড়িতে দেখা করে যখন তার মা রাতের শিফট শেষ করে বাড়ি ফেরেন।

তারা জানায়, মা-মেয়ের অভ্যাস ছিল গাড়িতে বসে আড্ডা দেওয়ার, এমনকি মাঝে মাঝে গাড়িতে ঘুমিয়েও পড়তেন, কারণ সম্প্রতি গৃহহীন থাকার অভিজ্ঞতার কারণে তারা গাড়ির পরিবেশের সঙ্গে পরিচিত ছিলেন।

শেরিফ এড গঞ্জালেজের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ভোরে কথা বলতে বলতে তারা দুজন চলমান গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন। কয়েক ঘণ্টা পরে মা জেগে বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই।

হ্যারিস কাউন্টি শেরিফস অফিসের লেফটেন্যান্ট আব্রাহাম অ্যালানিস বলেন, 'প্রায় সকাল ৫টার দিকে মা জেগে উঠে বাড়ির ভেতরে যান, আরেক মেয়েকে জাগানোর জন্য, যাতে সবাই মিলে নাস্তা করতে যেতে পারেন। তারা যখন গাড়িতে ফিরে আসেন, তখন দেখেন মৃত কিশোরী অচেতন অবস্থায় রয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসেন, যেখানে তাদের সঙ্গে ইএমএস-এর (জরুরি সেবা কর্মী) দেখা হয়।'

মা দ্রুত মেয়েকে কাছাকাছি একটি রেস্তোরাঁয় নিয়ে যান, সেখানেই ইএমএস-এর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এরপর কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

গঞ্জালেজ জানান, তারা মনে করছেন কিশোরীর মৃত্যুর পেছনে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া ভূমিকা রাখতে পারে।

তদন্তকারীরা জানান, কিশোরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তদন্ত এখনো চলছে। এইচসিএসও কর্মকর্তারা বলেন, মেয়েটির মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানা যাবে না।

সূত্র: ডব্লিউএফএএ