ডালাসে একাধিক গাড়ির সংঘর্ষে এক নারী নিহত
রবিবার গভীর রাতে স্টপ সাইন অমান্য করে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ডালাস পুলিশ। ঘটনাটি ঘটেছে প্লেজান্ট গ্রোভ এলাকায়।

রবিবার গভীর রাতে স্টপ সাইন অমান্য করে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ডালাস পুলিশ। ঘটনাটি ঘটেছে প্লেজান্ট গ্রোভ এলাকায়।
রাত ১১টার ঠিক আগে পুলিশ কর্মকর্তারা সাউথ মাস্টার্স ড্রাইভ ও ওল্ড সিগোভিল রোডের সংযোগস্থলে পৌঁছান। সেখানে তারা এক নারীকে সড়কে পড়ে থাকতে দেখেন। তিনি গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, ওই নারী একটি শেভ্রোলেট মালিবু গাড়ি চালাচ্ছিলেন এবং স্টপ সাইনে না থেমে একটি এসইউভির সঙ্গে ধাক্কা খান। সংঘর্ষের ধাক্কায় তার গাড়ি ঘুরে গিয়ে তৃতীয় একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
তার গাড়িতে আর কেউ ছিলেন না। বাকি দুই গাড়ির যাত্রীরা আহত হননি।
তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে পুলিশ বলছে, এ ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগ আনার সম্ভাবনা নেই।
ডালাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় এখনো নিহত নারীর পরিচয় জানতে পারেনি।
সূত্র: ফক্স-ফোর