টিকটকের জন্য ‘একদল ধনী ক্রেতা’ প্রস্তুত জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক কেনার জন্য “অত্যন্ত ধনী একদল মানুষ” প্রস্তুত রয়েছেন। ফক্স নিউজের সানডে মার্নিং ফিউচারস অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

Jun 29, 2025 - 17:05
টিকটকের জন্য ‘একদল ধনী ক্রেতা’ প্রস্তুত জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক কেনার জন্যঅত্যন্ত ধনী একদল মানুষপ্রস্তুত রয়েছেন। ফক্স নিউজের সানডে মার্নিং ফিউচারস অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি অ্যাপটি কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি না করে, তাহলে সেটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবেএমন নির্দেশনা রয়েছে ২০২৪ সালে পাস হওয়া এক আইনে।

ফোর্বসের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, “আমার মনে হয় চীনের অনুমোদনের প্রয়োজন হবে, এবং প্রেসিডেন্ট শি তা দিতে পারেন বলেই আমার বিশ্বাস।তবে সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “আমি দুই সপ্তাহের মধ্যে জানাবো।টিকটকের পক্ষ থেকে বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের মার্চে মার্কিন কংগ্রেসপ্রটেক্টিং অ্যামেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোল্ড অ্যাপ্লিকেশনস অ্যাক্টনামের একটি আইন পাস করে। এই আইন অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের মালিকানা বিক্রি করতে হবে, নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে এই আইনটিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে বাইটড্যান্স আদালতে এই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট চলতি বছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা বহাল রাখলেও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত তিন দফায় (সর্বশেষ ১৭ জুন) নির্বাহী আদেশের মাধ্যমে আইনটি কার্যকরে বিলম্ব ঘটিয়েছে

টিকটকের মূল্য নির্ধারণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাপটির ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। বিভিন্ন মূল্যায়নে অ্যাপটির বাজারমূল্য ৩০ বিলিয়ন থেকে ৩০০ বিলিয়ন ডলারের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ওরাকলের মতো কোম্পানি, সাবেক লস অ্যাঞ্জেলেস ডজার্স মালিক ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট, অ্যাকটিভিশন ব্লিজার্ডের সাবেক সিইও ববি কোটিক এবং ট্রাম্পের প্রথম মেয়াদের ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুচিন।

২০২০ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে তাঁর প্রচারণা টিকটককে ব্যবহার করে, যার ফলে অ্যাপটি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি কিছুটা নরম হয়েছে বলে ধারণা করা হয়।