ইস্ট ওক ক্লিফ এলাকায় গুলিতে তিনজন নিহত
ডালাস পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ইস্ট ওক ক্লিফ এলাকায় গুলিতে তিনজন নিহত হয়েছে।

ডালাস পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ইস্ট ওক ক্লিফ এলাকায় গুলিতে তিনজন নিহত হয়েছে।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ভোর প্রায় ২টা ১০ মিনিটে ডাডলি অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে গুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। তদন্তে জানা যায়, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা ৫৩ বছর বয়সী ললিত প্রধানকে 'গুলির আঘাত ও একাধিক কাটাছেঁড়াজনিত জখমে ভুগতে' দেখেন। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, প্রধান তার পরিচিত দুই ব্যক্তিকে গুলি করেছিলেন।
পুলিশের মতে, প্রধানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। অন্য দুই ভুক্তভোগী ঘটনাস্থলেইই মারা যান। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: ডালাস মর্নিং